মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : ইমরান এমি

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : ইমরান এমি

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আজকের শিশুরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে আমাদের সংগ্রামী দিনের ইতিহাস জানাতে হবে। হানাতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে। তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মালঘর মামুন খলিফা (রঃ) ইন্সটিটিউটে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি সাফায়েত রায়হান শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার যুগ্ম-সম্পাদক মাসুদ খান জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন খলিফা (রঃ) ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মাসুদ আলম। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সদস্য ইরফান আজাদ, শহীদুল আলম, শাওন, মিনহাজ, সাওয়াল, রিমা, তানজিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি সাফায়েত রায়হান শিহাব বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করাই আজকের প্রজন্মের দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থী ও তরুণদের নিয়ে এমন গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email