
প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্তৃক যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করা হবে।
দেশের ৫৫তম মহান বিজয় দিবস আরও মহিমান্বিত ও আকর্ষনীয় করতে বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি এর দিকনির্দেশনায় এবং উদ্যোগে দেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসি’র বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে র্যালির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ লোকমান হোসেন, এএসসি, সকল সামরিক অফিসার, বিএনসিসিও, পিইউও এবং টিইউও এর অংশগ্রহণসহ সার্বিক তত্ত্বাবধানে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ৫টি জেলায় বিজয় র্যালিতে এক সহস্রাধিক ক্যাডেট অংশগ্রহণ করে।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট এম এ আজিজ স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণ করে। একই দিন সকালে বিজয় দিবস র্যালিটি কর্ণফুলি রেজিমেন্টের তত্ত্বাবধানে ২০০ জন ক্যাডেট এর সমন্বয়ে একটি ব্যান্ড দলসহ রেজিমেন্ট সদর থেকে জিইসি মোড় এবং জিইসি মোড় থেকে রেজিমেন্ট সদরে প্রদক্ষিণ করে।







