বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস পালন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস পালন

বাঙালির চিরগৌরব ও যুদ্ধ জয়ের অপার আনন্দে উদ্ভাসিত গৌরবময় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে বিজিবি আর্কেস্ট্রা ও ব্যান্ডদল কর্তৃক সংগীত ও বাদ্য পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম টাইগার পাস সংলগ্ন সিআরবি এলাকায় আয়োজিত এই সংগীত পরিবেশনায় দেশাত্মবোধক গান ও সুরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজয়ের আনন্দে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, জাতীয় ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email