রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আজকে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে আমরা যারা বিএনপির নেতা-কর্মীরা আছি, সকলে মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ
করতে উপস্থিত হয়েছি। যেহেতু এখন ইসির আচরণবিধির নির্দেশনা আছে। সেহেতু
আমাদের আচরণ বিধিমালা যেন লঙ্ঘন নাহয়, সেকারণে আমরা শান্তিপূর্ণভাবে পালন করে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ২২ তারিখে আমাদের নির্বাচনী ক্যাম্পিং আরম্ভ হবে।’

তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একটি গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, শওকত আলী নূর, অধ্যাপক মো মহসিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, হাজী ইলিয়াস শিকদার, ফজলুল হক, হেলাল উদ্দিন শাহ, ভিপি আনছুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email