একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকারপরিষদ, গণসংহতি আন্দোলনের প্রার্থীরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকারপরিষদ, গণসংহতি আন্দোলনের প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলনের প্রার্থীরা।মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজিয়নের কনসালটেন্ট সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও এমএএফ নেতারা। সুষ্ঠু নির্বাচন ও সহিংসতার বিরুদ্ধে প্রত্যেক দলের নেতারা প্রতিশ্রুতি দেন। এতে তারা নিজ দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর কপার চিমনী রেস্টুরেন্ট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায়, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তারা অংশ নিয়ে এ প্রতিশ্রুতি দেন। সংলাপে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ৮আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম ১৩আসনেগণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা আহবায়ক ডাঃ এমদাদুল হক, চট্টগ্রাম ৪আসনেগণসংহতিআন্দোলোনেরপ্রার্থী ওকেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যজাহিদুল আলম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলায় আগামী নির্বাচন সুষ্ঠু করতে নিজ নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দিবেন। কোথাও কোন সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে যৌথ উদ্যোগে সমাধান করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই ঘৃণামূলক বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নির্বাচনি আইন মেনে চলা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরা হয়।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, জামায়াতে ইসলামি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ঊল্লাহ, মোর্শেদুল আলম, গণসংহতি আন্দোলোনের চট্টগ্রাম সমন্বয়ক চিরন্তন চিরু, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন আকাশ, নাগরিক সমাজ প্রতিনিধি জেসমিন সুলতানা পারু, ইকবাল বাহার সাবেরি ও সাংবাদিক নেতৃবৃন্দপূর্বকোণের মোহাম্মাদ আলী, এনটিভির আরিস আহমেদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট এর অনুপম শীল ও বিটিভির আমজাদ হোসেন।

সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রার্থী ও পাঁচ দলের মহানগর ও জেলাপর্যায়ের নেতারা নেতাকর্মীদের সহিংসতা পরিহার, শান্তি বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। রাজনতৈকি সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে একযোগে ভূমিকা রাখার সম্মিলিত শপথ গ্রহন করেন। সেই সাথে নেতারা একযোগে সম্মতি স্বাক্ষর করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email