ঢাকা-ময়মনসিংহ ট্রেন আটকে শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন আটকে শিক্ষার্থীদের অবরোধ

কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। এতে করে কর্মসূচির কারণে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া, কোন ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email