মেরিন একাডেমি পরিদর্শন করলেন এশিয়া এক্সপ্রেস ফিডার্সের ব্যবস্থাপনা পরিচালক

মেরিন একাডেমি পরিদর্শন করলেন এশিয়া এক্সপ্রেস ফিডার্সের ব্যবস্থাপনা পরিচালক

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন সিঙ্গাপুরভিত্তিক বিশ্বখ্যাত কন্টেইনার শিপিং কোম্পানি এশিয়া এক্সপ্রেস ফিডার্স এর ব্যবস্থাপনা পরিচালক সিম উই মং। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়া এক্সপ্রেস ফিডার্সের পরিচালক আলেক্স হার্টনল এবং বাংলাদেশ সি বোনস্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তারা একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটরা আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মো. মঞ্জুরুল কবীর, প্রধান প্রকৌশলী মো.আতিকুর রহমান, নৌ শিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, অ্যাডজুট্যান্ট নৌ প্রকৌশলী গোলাম মোস্তফা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ একাডেমির ব্রিজ সিমুলেটর সেন্টার, ইঞ্জিন সিমুলেটর সেন্টার ও ডিজিটাল লাইব্রেরি ঘুরে দেখেন এবং ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। পরে তারা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অতিথিরা বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email